• শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

সব মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ-বিকাশ নগদ উপায় রকেট সেলফিন-কোনো মাধ্যমেও যেন লেনদেন না হয়:হাইকোর্ট


প্রকাশিত: ১:০০ এএম, ১২ জুলাই ২৩ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

কোর্ট রিপোর্টার : টিভি স্ক্রিনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে বিকাশ, নগদ, উপায় ও রকেটসহ এ ধরনের সার্ভিসে অনলাইন জুয়ার লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংককেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর একই বেঞ্চ বিভিন্ন খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

একই বছরের ১১ ডিসেম্বর খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।