• শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪

শিবচরে ত্রাসের রাজত্ব-আগুন-লুটপাট আতঙ্ক


প্রকাশিত: ১:২৯ এএম, ১৩ নভেম্বর ২৪ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

 গ্রাম পুরুষ শূন্যে-পালাচ্ছেন নারীরাও

 মাদারীপুর প্রতিনিধি :  মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোমবার দুপুরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার আতঙ্ক ও প্রতিপক্ষের  হামলা, আগুনের ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে একটি গ্রাম। ইতিমধ্যেই গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ও লুটপাট চালিয়েছে এক পক্ষ। সেই থেকে ভয়ে রাতের আঁধারে বাড়ি ছেড়ে  চলে যাচ্ছে পরিবারের নারী সদস্যরাও।

স্থানীয়রা জানান, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মালেক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। সেই বিরোধেরে জেরে রোববার রাতে প্রথম দফায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরপর দ্বিতীয় দফায়  উভয়পক্ষের লোকজন সোমবার বেলা ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ছয় জন।

এ সময় মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বরকে আর্য্যদত্তপাড়া এলাকায় একা পেয়ে কুপিয়ে জখম করে টুকু ফরাজির লোকজন। পরে গুরুতর অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই ঘটনায় পরে মালেক মোল্লার গ্রুপের লোকজন টুকু ফরাজীর অনুসারী মতিউর রহমান খানের বাড়িতে অগ্নি সংযোগ ও ভাঙচুর করে। এসময় বাড়ির পাঁচটি ঘরে অগ্নিসংযোগসহ ব্যাপক লুটপাট চালায় । আতঙ্কে পুরুষ শূন্যর পাশাপাশি রাতের আঁধারে নারী সদস্যরাও  বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।শিবচর থানার অফিসার ইনচার্জ মোকতার হোসেন বলেন, হত্যা ঘটনায় একটি এজাহার পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।