• বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪

রত্নপাথর ভাগ্য বদলাবে যেভাবে-


প্রকাশিত: ১২:১৯ এএম, ৯ এপ্রিল ২১ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০২৪ বার

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী: ভাগ্য প্রসন্ন হতে পারে। এজন্য রত্ন ধারণে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে সঠিক নিয়মে গ্রহ-নক্ষত্র মেনে রত্ন ধারণ করলে ভাগ্য প্রসন্ন হতে পারে। রত্ন ধারণে কোন ভুল হলে হিতে- বিপরীত হতে পারে। জ্যতির্বিদগণ পঞ্চগব্য দ্বারা সিক্ত করে রত্ন ধারণ বা বাহুক্ষেত্রে মাতৃ-মূর্তির চরণে স্পর্শ করে কিছু ফুলাদি দ্বারা মন্ত্রপাঠ করে রত্নটি শোধন বা সংস্কার করে রত্ন ধারণের উপদেশ দিয়ে থাকেন।
➰ রত্ন পাথর সম্পর্কে জানতে আজই যোগাযোগ করুন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতির সাথে।
🔴 বিঃদ্রঃ রত্ন পাথরের মাধ্যমে নারী ও পুরুষ এর যে কোন সম্যসার সমাধান দেওয়া হয়।
🏛 যোগাযোগঃ
ℹ লেভেল-০১, ব্লক- ডি, দোকান নং-৭৩,৭৪,৮৭,
১০০ বসুন্ধরা সিটি পান্থপথ, ঢাকা।
☎ ০১৭৬৩৩৫৫০৯০