• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে নিহতদের মধ্যে ১৩৭ বাংলাদেশি শনাক্ত-পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ৯:৩৭ পিএম, ১৮ অক্টোবর ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

minaস্টাফ রিপোর্টার:    সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের মধ্যে ১৩৭ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিনায় নিহতদের মধ্যে ১৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে ৯৬ জনের পরিচয় জানা গেছে।তিনি জানান, এখনও বেশ কয়েকজন হাজি সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৫৩ জন বাংলাদেশির কোনো সন্ধান সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা পাননি।হজ পালনের সময় গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় ৭৬৯ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশিও ছিলেন।

এরপর পদদলিত হওয়ার ওই ঘটনায় সরকারের পক্ষে বাংলাদেশি হাজিদের নিহতের সংখ্যা জানানো হয় কয়েক দফা। সর্বশেষ গত ১৪ অক্টোবর জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম জানান, নিহতদের মধ্যে ৯২ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত হয়েছে।