• বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪

মহিলা ও শিশু মন্ত্রণালয়ে ৪৯০ চাকরী


প্রকাশিত: ৮:৫২ পিএম, ১ মার্চ ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৪৬ বার

111recruitment-5a926419f0fe6
স্টাফ রিপোর্টার :  অস্থায়ী ভিত্তিতে ৪৯০ জন তথ্যসেবা কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

তথ্যসেবা কর্মকর্তা ছাড়াও একজন করে ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর ও প্রোগ্রামার এবং দুইজন সহকারী প্রোগ্রামারও নিয়োগ দেবে মন্ত্রণালয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় এসব পদে নিয়োগ দেওয়া হবে।

তথ্যসেবা কর্মকর্তা পদের জন্য শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন।

প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিএসই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা সিএসই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর ও প্রোগ্রামার পদের জন্য প্রার্থীর বয়সসীমা আগামী ১১ মার্চ পর্যন্ত অনূর্ধ্ব ৩৫ বছর এবং সহকারী প্রোগ্রামার ও তথ্যসেবা কর্মকর্তার পদের জন্য প্রার্থীর বয়সসীমা ১১ মার্চ পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। নিয়োগপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তারা ১০ম গ্রেডে (বেতন স্কেল- ১৬,০০০-৩৮,৬৪০) সাকুল্যে ২৭,১০০ টাকা বেতন পাবেন।

এছাড়া সহকারী প্রোগ্রামাররা নবম গ্রেডে (বেতন স্কেল- ২২,০০০-৫৩,০৬০) সাকুল্যে ৩৫,৬০০ টাকা, প্রোগ্রামার ষষ্ঠ গ্রেডে (বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০) সাকুল্যে ৫৬,৫২৫ টাকা এবং  ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর ষষ্ঠ গ্রেডে (বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০) সাকুল্যে ৫৬,৫২৫ টাকা বেতন পাবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১১ মার্চ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।