• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

বেশী দামে বিলেতী মদ বিক্রির দন্দ্বে যুবক খুন


প্রকাশিত: ১০:০০ এএম, ২৪ এপ্রিল ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

স্টাফ রিপোর্টার :  বেশী দামে বিলেতী মদ বিক্রি করা নিয়ে যুবক খুন হয়েছে।  রাজধানীর শাহবাগের foreign-liqour.www.jatirkhantha.com.bdসাকুরা বারে এ ঘটনা ঘটে। নিহত জনি (২৮) নামের ওই যুবক প্রতিপক্ষ বার মালিক ও ম্যানেজারের হামলায় নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জাতিরকন্ঠকে জানায়, সাকুরা বার ও রেস্টুরেন্টের সামনে থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় জনিকে উদ্ধার করা হয়েছে। রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকরা জনিকে মৃত ঘোষণা করেন।ss

এ ঘটনায় সাকুরা বারের ব্যবস্থাপক জুয়েলসহ অন্তত ৩০ জনকে আটক করে পুলিশ। শাহবাগ থানার এসআই মো. রায়হান জানান, নিহত জনির মুখমন্ডল ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মদ্যপ যুবকদের সঙ্গে বিরোধের জের ধরে প্রতিপক্ষ তার উপর হামলা চালাতে পারে। এ ঘটনার পর অভিযান চালিয়ে সাকুরা বার থেকে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।