• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

প্রতি ঘরে বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক গড়তে হবে: নিক্সন চৌধুরী


প্রকাশিত: ৪:৫৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা  :  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, ‘প্রতি ঘরে নিক্সন চৌধুরীর মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সৈnnনিক গড়ে তুলতে হবে।’

‘জাতীর পিতা সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘এখন তার যোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিশ্রম করে সে চেষ্টা করে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।’

বুধবার সকালে উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ জাঙ্গালপাশা হাজী আ. মজিদ একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে নিক্সন চৌধুরী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘খেলাধুলার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিন দেশের হাল ধরে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘ফরিদপুর-৪ আসনের জনগণের ভোটে আমি এমপি হয়ে অত্র অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, বিদ্যুৎ উন্নয়নসহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি শুধু বঙ্গবন্ধুর দৌহিত্র ও একজন একনিষ্ঠ সৈনিক হিসাবে। আপনাদের সন্তানদেরও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এমপি নিক্সন চৌধুরী মত করে গড়ে তুলতে হবে।’

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আজিমনগর সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রসিদ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিঞা প্রমুখ। বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা।