• শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪

পাল্টা হামলা ডেমরার ডিএমআরসি কলেজে


প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৫ নভেম্বর ২৪ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৬ বার

অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঘটনার প্রতিশোধ হিসেবে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে পালটা হামলা চালানো হয়।

স্টাফ রিপোর্টার : রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) এর ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সংঘর্ষে অনেক ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। ডিএমআরসির প্রিন্সিপাল দাবি করেছেন তার কলেজের ২০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

এর আগে, গতকাল (২৪ নভেম্বর) রাজধানী ঢাকায় কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ‘মেগা মানডে’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (২৫ নভেম্বর) সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে ধীরে ধীরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।ঘটনাস্থলে হামলাকারী শিক্ষার্থীরা শুরুতে কোনো প্রতিরোধের সম্মুখীন হননি। তবে বেলা ১টার কিছু আগে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তাদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছেন।তিনটি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয়রাও জড়িয়ে পড়েছেন। আশপাশের স্কুলগুলোতে আক্রমণের আশঙ্কায় এলাকার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজের ছাত্ররা ক্যাম্পাসে স্লোগান দিচ্ছেন। তারা গতকালের আক্রমণের জন্য ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) সহ সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষার্থীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।কবি নজরুল কলেজের ছাত্র ফাহাদ বলেন, “গতকাল ডিএমআরসি ‘সুপার সানডে’ ঘোষণা করে আমাদের কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে আক্রমণ করেছে। এর জবাবে আজ ‘মেগা মানডে’ ঘোষণা করেছি।”

আরেক ছাত্র অনিক জানান, আমরা সরকারের কিংবা জনগণের জন্য কোনো অস্বস্তি তৈরি করতে চাই না। তবে আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের প্রতিবাদে শক্তিশালী জবাব দিতে চাই।এদিকে, সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা আজ সকালে ক্যাম্পাসের মূল গেটে অবস্থান নেন।এ সময় পুলিশ সদস্যদের কাছাকাছি অবস্থান করতে দেখা যায়।সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আফতাব আহমেদ বলেন, “ডিএমআরসি আমাদের ওপর গুরুতর অন্যায় করেছে। তারা এর পরিণতি ভোগ করবে।”

প্রসঙ্গত, ভুল চিকিৎসার কারণে অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঘটনার প্রতিশোধ হিসেবে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে পালটা হামলা চালানো হয়।