• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত


প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৬ বার

Ganopituni.নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দাউদপুর ইউনিয়নের জিন্দা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, রাতে জিন্দা উত্তরপাড়ার আবদুর রাজ্জাক শিকদারের বাড়িতে ১৫-১৬ জন ডাকাত হানা দেয়। ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা আবদুর রাজ্জাককে কুপিয়ে জখম করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে।

ধাওয়া খেয়ে বাকিরা পালাতে পারলেও ডাকাতদলের তিন সদস্য জনগণের হাতে আটক হয়। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। অপর ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম গণপিটুনিতে দুই ডাকাত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।