দেশের চাহিদা মিটিয়ে ওষুধ রপ্তানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
আজ বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রাবার্তো আজেভেদো, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান প্রমুখ।