• শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪

দুই ভাগ হয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়


প্রকাশিত: ৬:৩৬ পিএম, ১৯ জানুয়ারী ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

স্টাফ রিপোর্টার  :  স্বরাষ্ট্র মন্ত্home ministry-2-www.jatirkhantha.com.bdরণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ করা হয়েছে। একটি হলো জননিরাপত্তা বিভাগ, আরেকটি সুরক্ষা সেবা বিভাগ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন। এ দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেওয়া হবে। রুলস অব বিজনেস, ১৯৯৬ এর ৩ ধারার আই উপধারায়  প্রদত্ত ক্ষমতাবলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভাগ করার বিষয়টি আলোচিত হচ্ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন সংস্থার মধ্যে থাকবে- বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে- বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং ব্যবস্থা। শিগগিরই এই পদক্ষেপ কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Recent Posts