• বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪

ডাকসু নির্বাচন হতেই হবে : রাষ্ট্রপতি


প্রকাশিত: ৫:২৭ পিএম, ৪ মার্চ ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

hhh

বিশ্ববিদ্যালয় রিপোর্টার  :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন উপলক্ষে আজ শনিবার দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। সমাবর্তন উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত করে রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।  সেই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত, সান্ধ্য পর্ব ও অধিভুক্ত কলেজের ১৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।

সমবেত বিপুল শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘সত্যিকারভাবে যারা ছাত্র, তারা যাতে ছাত্র নেতৃত্বে থাকে। ৪৫, ৫০ বছর বয়সের একটা ব্যক্তি যদি এখানে ছাত্রসংগঠনের নেতৃত্ব দেয়, এই ইউনিভার্সিটির ২০, ২২, ২৩ বছরের ছেলেমেয়েরা যারা আছে, তাদের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্টটা কী করে হতে পারে। এটা তো আমি বুঝি না।’

‘সুতরাং ঢাকা ইউনিভার্সিটি যে ডাকসু নির্বাচন, ইজ এ মাস্ট (হতেই হবে)। এই ডাকসু নির্বাচন করা দরকার। ডাকসু নির্বাচন যদি না হয়, তাহলে, মানে ভবিষ্যৎ নেতৃত্ব এ দেশের জন্য একটা শূন্যতা সৃষ্টি হবে।’

রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সময় শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস সমুন্নত রেখে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার তাগিদ দেন।সমাবর্তন বক্তা অধ্যাপক ড. অমিত চাকমাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হয়।