• বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচন স্থগিত করেছেন আপিল বিভাগ


প্রকাশিত: ২:৪২ পিএম, ২৭ অক্টোবর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

kader siddki-www.jatirkhantha.com.bd টাঙ্গাইল. জেলা প্রতিনিধি:  টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচন স্থগিত করেছেন আপিল বিভাগ।মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।একইসঙ্গে এ উপ-নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের  বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।

আগামী ২ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে গতকাল সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ইসির পক্ষে আবেদন করেন ব্যারিস্টার ড. মো. ইয়াসিন খান।প্রসঙ্গত, ইসি’র তফসিল অনুযায়ী, আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।