• মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, দুই যাত্রী নিহত


প্রকাশিত: ৩:৪৬ পিএম, ৮ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি  :   টাঙ্গাইলে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই 1অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের গালা ইউনিয়নের রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শহর আলী (২৫) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাট জেলার নিকশেখসিন্ধু গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে রাখা রয়েছে। আহত অপর তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জাতিরকন্ঠকে জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক রসুলপুর এলাকার উৎসব ফিলিং স্টেশনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও ৪জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যায়।