• শনিবার , ১৯ এপ্রিল ২০২৫

জাহাঙ্গীরের ক্লিনইমেজ হাসান ধুরন্ধর


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৪ জুন ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

স্টাফ রিপোর্টার :  নৌকার জোয়ারে উল্লসিত গাজীপুরবাসী। রবিবার সরেজমিনে এলাকায় খোঁজ নিয়ে এঅবস্থা দেখা গেছে। jahangir-hasan-www.jatirkhantha.com.bdএলাকার ভোটার গাজীপুরবাসী বলেছেন, জাহাঙ্গীর আলম ক্লিন ইমেজ এর অধিকারী আর হাসান সরকার ধুরন্ধর লোক। সময় অবস্থা খারাপ বুঝে সরে পড়ে। কিন্তু জাহাঙ্গীর ভালো লোক, সদা সত্য কথা বলে।

তাঁরা বলছেন, আহসানউল্লাহ মাষ্টারের এলাকায় দেশবিরোধীদের স্থান নেই। পল্টিবাজ হাসান উদ্দিন সরকারকে তারা ভোট দেবেন না। কেন এ অবস্থা জানতে চাইলে তারা বলেন, জাহাঙ্গীর জিতলে এলাকায় উন্নয়নের জোয়ার বইবে আর হাসান সরকার জিতলে গাজীপুরের উন্নয়ন থেমে যাবে। তাছাড়া জাহাঙ্গীর ভালো লোক, ওনার ক্লিন ইমেজ আছে, তাকে ভোট দিলে সরকার গাজীপুরবাসীর পক্ষে থাকবে।

এ অবস্থায় ভোটে জিততে পারবেন না তা ইতিমধ্যে আঁচ করতে পেরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে আসতে’ও পারেন হাসান সরকার। অথবা ভোটের মাঝ পথে তিনি ভোল পাল্টাতে পারেন। যাহোক বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ করেছেন, তাঁর নেতা-কর্মীদের হয়রানি করছে পুলিশ।

নির্বাচনের আগে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া পুলিশের গাড়িতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ঘুরে বেড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।তিনি অভিযোগ করে বলেন, ‘আমার নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ।

নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিচ্ছে। অনেকের দরজা-জানলা ভেঙে দেওয়া হচ্ছে।কার কার বাড়িতে হামলা করা হয়েছে—তা জানতে চাইলে হাসান উদ্দিন দাবি করেন, বাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীর বাসায় হামলা হয়েছে। তাঁর বাড়ির দরজা ভেঙে দেওয়া হয়েছে। তাঁকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে বলেছে পুলিশ।

হাসান উদ্দিন বলেন, ‘আলাউদ্দিন আমার নির্বাচনী এজেন্ট। তাঁর সঙ্গে এমন খারাপ ব্যবহার মেনে নেওয়া যায় না।’হাসান উদ্দিনের ভাষ্য, আলাউদ্দিন ছাড়াও আরেক এজেন্ট টঙ্গীর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভেন্ডরের বাড়িতে গত দুই রাতে ডিবি পুলিশ গেছে। এ সময় তিনি বাসায় ছিলেন না। আরও অনেকের বাসায় পুলিশ যাচ্ছে। তারা নানা ভয়ভীতি দেখাচ্ছে।

এদিকে পরশু গাজীপুর সিটি করপোরেশনের ভোট। গতকালই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছানো শুরু হয়েছে। প্রস্তুত আনসার, পুলিশ, র‍্যাব ও বিজিবির ১১ হাজার সদস্য। কিন্তু নির্বাচনী মাঠে একধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে।