• সোমবার , ২১ এপ্রিল ২০২৫

আজ নায়ক কে সাকিব না রশিদ!


প্রকাশিত: ৫:১৫ পিএম, ২৭ মে ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

 

 

Rashid-Shakib-www.jatirkhantha.com.bdস্পোর্টস রিপোর্টার : আজ নায়ক কে হবেন সাকিব না রশিদ! তাে নিয়ে চলছে জমজমাট আলোচনা। অনেকে বাজি ধরেছেন এটা নিয়ে।পরপর হারতে হারতে দ্বিতীয় কোয়ালিফায়ারে ইডেনে নাইটদের হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বার চূড়ান্ত লড়াই। চেন্নাইয়ের বিরুদ্ধে অবশ্য হায়দরাবাদের রেকর্ড বেশ খারাপ। তবে সে সব ভুলে আজ জিততে মরিয়া উইলিয়ামসনরা। দেখে নেওয়া যাক এই ম্যাচে কেমন হতে পারে হায়দরাবাদের সম্ভাব্য একাদশ। ঋদ্ধিমান সাহা: ফর্মে না থাকায় বাদ পড়েছিলেন। গত ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আজও প্রথম দলে তিনি নিশ্চিত। শিখর ধাওয়ান: চেন্নাইয়ের বিরুদ্ধে পুণে ম্যাচে দুরন্ত খেলেছিলেন। কিন্তু ধোনিদের বিরুদ্ধে শেষ ম্যাচে রান পাননি। আজ একটা ভাল শুরুর জন্য ফর্মে থাকা গব্বরের দিকেই তাকিয়ে থাকবে দল। কেন উইলিয়ামসন: হায়দরাবাদের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান। তবে শেষ ম্যাচে রান পাননি। আজ নজরে থাকবে তাঁর অধিনায়কত্বও। শাকিব আল হাসান: কখনও বল, কখনও ব্যাট হাতে দলের কাজে এসেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আজ প্রথম একাদশে তিনি নিশ্চিত। দীপক হুদা: নাইটদের বিরুদ্ধে তেমন ভাবে সফল হননি। তবে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে। ফাইনালে নজর থাকবে দীপক হুডার দিকে। ইউসুফ পাঠান: টি-২০ ম্যাচে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান। তবে ধারাবাহিকতা নিয়ে সমস্যা সব সময়েই রয়েছে। ফর্মে থাকলে বিপক্ষের বড় ত্রাস। বল হাতেও কার্যকর ভূমিকা নিতে পারেন। কার্লোস ব্রেথওয়েট: অলরাউন্ডার হিসেবে আজ দলে থাকতে পারেন। যদিও কলকাতার বিরুদ্ধে তেমন কিছু করতে পারেননি। ব্যাটের পাশাপাশি বল হাতেও যথেষ্ট কার্যকর হতে পারেন ব্রেথওয়েট। রশিদ খান: কোনও সন্দেহ নেই এ বারের আইপিএল-এ সব থেকে বড় বিস্ময়। বোলার রশিদ খান বিপক্ষের বড় আশঙ্কার কারণ। গত ম্যাচে তাঁর ঝোড়ো ব্যাটিং হায়দরাবাদকে ভরসা দিয়েছে।  ভুবনেশ্বর কুমার: ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার। আইপিএলেও দলের বোলিং আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। মেগা ফাইনালে ভুবনেশ্বরের দিকে তাকিয়ে দল। সিদ্ধার্থ কল: তরুণ সিদ্ধার্থ কল মোটামুটি ভালই ফর্মে রয়েছেন। যদিও শেষ ম্যাচে উইকেট পাননি। আজকের ম্যাচে দলে থাকা কার্যত নিশ্চিত। বাসিল থাম্পি: মিডিয়াম পেস বোলার হিসেবে চেন্নাইয়ের বিরুদ্ধে দলে থাকার সম্ভাবনা রয়েছে। খালিল আহমেদের বদলে দলে আসতে পারেন।