• শনিবার , ২৬ এপ্রিল ২০২৫

অনলাইনে হজ নিবন্ধন কার্যক্রম শুরু ২০ মার্চ


প্রকাশিত: ৩:০০ পিএম, ১২ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

1
স্টাফ রিপোর্টার : আগামী ২০ মার্চ থেকে এবারের হজ অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হবে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান এই তথ্য জানিয়েছেন। মতিউর রহমান জানান, এবারই প্রথম প্রাক নিবন্ধনসহ অনলাইন হজ ব্যবস্থাপনা চালু করেছে সরকার। এছাড়া সর্বনিম্ন তিন লাখ চার হাজার ৯৪২ টাকা হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

হজ যাত্রীদের সুবিধার্থে এবারো ৯ম হজ ও ওমরাহ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। এরপর তিনি মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় প্রায় দেড়শোর মতো হজ এজেন্সি অংশ নিয়েছে।