• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

এবি ব্যাংকের হুন্ডি বানিজ্যে’র নয়া মোড়


প্রকাশিত: ৯:২৯ পিএম, ৩১ ডিসেম্বর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

ab-bank--300x178স্টাফ রিপোর্টার  :  এবি ব্যাংকের হুন্ডি বানিজ্যে’র নয়া মোড় নিচ্ছে। অর্থপাচারের অভিযোগে এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের সাবেক এমডি শামীম চৌধুরী এবং হেড অব ফাইনান্সিয়াল ইন্সটিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।রোববার সকাল সাড়ে ৯টায় কমিশনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জাতিরকন্ঠকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

এর আগে ২৮ ডিসেম্বর অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়।একই ঘটনায় আগামী ২ জানুয়ারি ব্যাংকটির যে পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন- হেড অব কর্পোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, ব্যাংক কোম্পানি সেক্রেটারি মাহদেব সরকার সুমন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা এম. এন. আজিম।

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে দেশ থেকে প্রায় তিনশ কোটি টাকা পাচার করেছেন। এ অভিযোগের সত্যতা নিরূপণের জন্যই এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে দুদক।