• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

১১শ’ কোটি টাকার চামড়া রফতানি আদেশ বাতিলের শঙ্কা


প্রকাশিত: ১:৪০ পিএম, ২ এপ্রিল ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৯ বার

বিশেষ প্রতিনিধি  :   আগামী ৬ এপ্রিল হাজারীবাগের ট্যানারিগুলোতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন Tanary-www.jatirkhantha.com.bdকরা হলে ১১০০ কোটি টাকার রফতানি আদেশ বাতিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ট্যানারি শিল্প সংশ্লিষ্টরা। রোববার (০২ এপ্রিল) দুপুরে রাজধানীর রয়াল বাফেটে ‘বিপন্ন চামড়া সেক্টরের অস্তিত্ব রক্ষায় দাবিতে করণীয় বিষয়ে’ সংবাদ সম্মেলনে এ দাবি করেন ব্যবসায়ীরা। ট্যানারি খাতের সঙ্গে জড়িত ১৫টি সংগঠনের এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, আদালতে বিসিক চামড়া শিল্প ট্যানারি নিয়ে অসত্য তথ্য দিয়েছে। ফলে তৈরি হয়েছে জটিলতা। এই মুহূর্তে হাজারীবাগের কারখানা সমূহে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে ১ হাজার ১০০ কোটি টাকার রফতানি আদেশ বাতিল হবে।

এই পরিস্থিতি চলমান থাকলে সম্ভাবনাময় চামড়া শিল্প ঐতিহ্যবাহী পাট শিল্পের মতোই ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হবে। লাখ লাখ মানুষ বেকার হবে। পরিস্থিতি অশান্ত হয়ে উঠবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, আগামী ৬ এপ্রিল কর্তৃপক্ষ বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এলে আমরা সাদরে গ্রহণ করবো।

কিন্তু আমাদের দাবি মেনে নিতে হবে। বিসিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সংযোগ বিচ্ছিন্ন হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। লাখ লাখ লোক বেকার হয়ে যাবে।হাজারীবাগের ট্যানারি কারখানায় গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে ৮ এপ্রিল ট্যানারি মালিক-শ্রমিকরা জনসভা করবে বলেও জানান শাহীন আহমেদ।