• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

নগরবাসীর নিরাপত্তায় ১৫ মার্চের মধ্যে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য দিন-ডিএমপি


প্রকাশিত: ৯:১৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

স্টাফ রিপোর্টার  :  রাজধানীতে বসবাসরত সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াকে নির্দিষ্ট ফরম পূরণ করে আগামী ১৫ মার্চের মধ্যে বিস্তারিত তথ্য দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশcommisonar.dmp-www.jatirkhantha.com.bd (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, নগরবাসীর নিরাপত্তা বাড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি বলেন, প্রতিটি এলাকায় বিট পুলিশিংয়ে মাধ্যমে বাড়িওয়ালাদের একটি ফরম দেয়া হয়েছে। বাড়িওয়ালা-ভাড়াটিয়া সবাইকে এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ফরমটি পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানান তিনি।