এআই কি ছায়া খুনী! দুর্নীতি ফাঁস করায় মিলল লাশ-
যদিও ট্রাম্প এবং কমলা শক্তি দিয়ে লড়াই করবেন, তারপরও অন্য একজন নেতৃত্ব দেবেন, যিনি ছায়া থেকে উঠে আসবেন। এটাই ছিল এআই এর ক্যারিশমা! এটা নিয়ে চমকপ্রদ দুর্নীতি আবিস্কার করেছিলেন এআই’র সাবেক কর্মী সুচির বালাজির (২৬)। যেটা পছন্দ হয়নি সংশ্লিষ্ট চক্রের। ফলে বিধি বাম। শত্রু লেগে যায় বালাজির পিছে।
প্রিয়া রহমান : অনেক গল্পে যে নামটি উচ্চারণ করা হয়নি এমন একটি নাম ক্ষমতায় উঠে আসবে। যদিও ট্রাম্প এবং কমলা শক্তি দিয়ে লড়াই করবেন, তারপরও অন্য একজন নেতৃত্ব দেবেন, যিনি ছায়া থেকে উঠে আসবেন। এটাই ছিল এআই এর ক্যারিশমা! এটা নিয়ে চমকপ্রদ দুর্নীতি আবিস্কার করেছিলেন এআই’র সাবেক কর্মী সুচির বালাজির (২৬)। যেটা পছন্দ হয়নি সংশ্লিষ্ট চক্রের। ফলে বিধি বাম। শত্রু লেগে যায় বালাজির পিছে।
অতঃপর নিজ ফ্ল্যাট থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) উৎপাদনকারী কোম্পানি ‘ওপেন এআই’-এর সাবেক কর্মী এবং প্রতিষ্ঠানটির দুর্নীতির তথ্য ফাঁসকারী সুচির বালাজির (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। কে মারল বালাজির কে? তা নিয়ে রহস্য বেশ রাখঢাক করছে সান ফ্রান্সিসকো পুলিশ। তারা এক প্রকার কোনো মুখ খুলছেনা। ২৬ নভেম্বর বালাজির রহস্যজনক মৃত্যু হলেও তা ফাঁস হয় ১৩ ডিসেম্বর। শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওদিকে বালাজির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হওয়ার পর এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছে ওপেন এআই। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘এই হৃদয়বিদারক সংবাদে আমরা শোকাহত। বালাজির স্বজনরা এখন কঠিন সময় পার করছেন। আমরা তাদের সঙ্গে আছি।
এআই নিয়ে যখন নানা তথ্য’র আলোচনা সমালোচনা চলছিল তখন-
সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চ্যাটজিপিটি একটি ভবিষ্যদ্বাণী করেছিল। সাম্প্রতিক এক সমীক্ষায়, চ্যাটবট ‘এআই নস্ট্রাডামাস’ (ফরাসি এস্ট্রোলজার)-এর ভূমিকা গ্রহণ করে মার্কিন নির্বাচনের ফলাফল সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী করেছিল, যা একইসঙ্গে অত্যন্ত চমকপ্রদ এবং অপ্রত্যাশিত।প্রচলিত ভোট বা বিশ্লেষণের বিপরীতে করা চ্যাটজিপিটির ভবিষ্যদ্বাণীতে রাজনৈতিক চমক এবং সম্ভাব্য সামাজিক অস্থিরতা উভয়ই ছিল।
প্রশ্ন ছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে কে জিতবেন এই নির্বাচনে- এআইকে জিজ্ঞেস করা হলে চ্যাটজিপিটি ট্রাম্প বা কমলা কারও কথাই বলেনি। বরং সে ভিন্ন একটি ফলাফলের প্রস্তাব দিয়েছে। চ্যাটজিপিটি বলেছে, ‘ছায়া থেকে একটি কালো ঘোড়ার আবির্ভাব হবে এবং সে ক্ষমতা গ্রহণ করবে।’
প্রতিবেদন অনুসারে, এআই’র ভবিষ্যদ্বাণীতে একটি কাব্যিক টুইস্ট আছে। এআই বলেছে, ‘চূড়ান্ত সময়ে একটি অপ্রত্যাশিত টুইস্ট ঘটবে। কেউই কন্টকমুক্ত সিংহাসন দাবি করতে পারে না। অনেক গল্পে যে নামটি উচ্চারণ করা হয়নি এমন একটি নাম ক্ষমতায় উঠে আসবে। যদিও ট্রাম্প এবং কমলা শক্তি দিয়ে লড়াই করবেন, তারপরও অন্য একজন নেতৃত্ব দেবেন, যিনি ছায়া থেকে উঠে আসবেন।’
ট্রাম্প ও হ্যারিস উভয় প্রার্থীই তাদের রানিংমেট নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং ওহাইও সিনেটর জেডি ভ্যান্স। এই ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে কেউ একজনকে এআই ইঙ্গিত করেছে কিনা, যিনি সেই কাঙ্খিত রহস্যময় ব্যক্তিত্ব হতে পারেন? এটা সময়ই বলে দেবে।
এখানেই চ্যাটজিপিটি থামেনি। বরং সে ভবিষ্যতের জন্য আরও চমকপ্রদ তথ্য দিয়েছে। বলেছে, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ভবিষ্যতে রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। একইভাবে, ইলন মাস্কের কথাও বলেছে চ্যাটজিপিটি। তবে এই শীর্ষ ব্যবসায়ীর ভূমিকা কী হবে তা স্পষ্ট করেনি।চ্যাটজিপিটির অন্তর্দৃষ্টি নির্বাচনী ভবিষ্যদ্বাণীর মধ্যেই সীমিত থাকেনি। মার্কিন নির্বাচনের সময়টাতে সম্ভাব্য নাগরিক অস্থিরতা এবং সামাজিক উত্থান নিয়েও এটি পূর্বাভাস দিয়েছে। এআই ২০২১ সালের ৬ জানুয়ারির মতো সহিংসতার পরিস্থিতি এবারেও হতে পারে বলে আভাস দিয়েছে।
যাহোক-যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) উৎপাদনকারী কোম্পানি ‘ওপেন এআই’ প্রতিষ্ঠানটির দুর্নীতির তথ্য ফাঁসকারী সুচির বালাজির কে মারল বা কারা মারল তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের বুচানন স্ট্রিট এলাকার নিজ ফ্লাট থেকে গত ২৬ নভেম্বর ভারতীয় মার্কিন তরুণ সুচির বালাজির লাশ উদ্ধার করে পুলিশ। কেন এতদিন তা গোপন রাখা হয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। সংবাদমাধ্যমে জানানোর মতো কোনো তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই বলে জানিয়েছেন সান ফ্রান্সিসকো পুলিশের এক কর্মকর্তা।
বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর একটি ওপেন এআই। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি এই কোম্পানির তৈরি অ্যাপ। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই কোম্পানির কর্মী ছিলেন সুচির বালাজি। গত আগস্টে নিউইয়র্ক টাইমসে ওপেন এআই’র দুর্নীতি ফাঁস করেন তিনি।