• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সংলাপে কী দারালো জানাবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৫:০৮ পিএম, ৫ নভেম্বর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংবাদ সম্মেলন করে ফলাফল জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সংলাপ শেষে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। সম্ভবত ৮ তারিখ বা ৯ তারিখ (নভেম্বর) … কী দাঁড়ালো, এত দলের সাথে ডায়লগ হচ্ছে, ডায়লগের রেজাল্ট কী, ফলাফলটা কি… সে সম্পর্কে নেত্রী নিজেই প্রেস কনফারেন্সে জানাবেন।সেতুমন্ত্রী বলেন, দল ও জোটের সঙ্গে সংলাপের সারসংক্ষেপ তৈরি করতে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এ জন্য প্রথম থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটার ফলাফল কী, সেটা তো জানাতে হবে।

সরকার কোনো চাপ অনুভব করছে না জানিয়ে কাদের বলেন,সংবিধান মেনে সংলাপে যুক্তিসংগত প্রস্তাব আসলে ভেবে দেখবে সরকার।নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব তারা করেন সেটা নিয়েও আলোচনা হবে।ঐক্যফ্রন্টে ভাঙন চায় না সরকার। যদি চাইতেন তাহলে সংলাপে বসতেন না বলেও জানান সেতুমন্ত্রী।