হায়দারাবাদে বাংলাদেশের ঐতিহাসিক টেস্টে জেতার জন্যে লড়বে টাইগাররা
স্পোর্টস রিপোর্টার : হায়দারাবাদে বাংলাদেশের ঐতিহাসিক টেস্টে জেতার জন্যে লড়বে টাইগাররা। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তেমন টার্নিং নয়। উইকেট বেশ শক্ত। ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। পেসাররা শুরুর দিকে সাহায়তা পাবেন। স্পিনাররাও বেশ বাউন্স পাবেন।
এমন উইকেটে দুই বা তিন দিন পর থেকে হয়ত টার্ন পাবেন স্পিনাররা। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে এমনই মন্তব্য করেছেন। তাই এই উইকেটে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।
তা ছাড়া এই টেস্টে নামের পাশে ঐতিহাসিক শব্দটা যুক্ত হয়ে গেছে এরই মধ্যে। টেস্ট স্ট্যাটাসের ১৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ, স্বাভাবিক কারণে ভালো কিছু করার চেষ্টা থাকবে মুশফিক-তামিমদের। একাদশ নির্বাচনে সেই বিষয়টিও বিবেচনায় থাকবে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, এই দলে সাতজন ব্যাটসম্যান ও চারজেন স্পেশাল বোলার নেওয়া হতে পারে। সেক্ষেত্রে দুজন স্পিনার, দুজন পেসার নেওয়া হতে পারে একাদশে।
ইমরুলের জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৈকত। কিন্তু একাদশে খেলতে হলে তাঁকে লড়াই করতে হবে মিডলঅর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানের সঙ্গে। অবশ্য এ ক্ষেত্রে সব্বির কিছুটা এগিয়ে থাকবেন। গত নিউজিল্যান্ড সফরে তাঁর পাফরম্যান্স ছিল যথেষ্টই ভালো।
দলে সাত ব্যাটসম্যানের জায়গা অনেটাই স্থায়ী হয়ে গেছে, তাঁরা হলেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান।
একাদশে যদি দুজন স্পিনার নেওয়া হয়, সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলামের জায়গা হতে পারে। পেসারদের মধ্যে তাসকিন আহমেদের সঙ্গে কামরুল ইসলাম রাব্বি অথবা শফিউল ইসলামের মধ্যে কাউকে নেওয়া হতে পারে। আর তিনজন পেসার নেওয়া হলে দুজনেই একাদশে সুযোগ পেতে পারেন। সে ক্ষেত্রে স্পিনার তাইজুল জায়গা হারাতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।