• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

৭৫ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে পেলে


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১০ জুলাই ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৬৯ বার

1

স্পোর্টস রিপোর্টার   :  ৭৫ বছর বয়সে এসে ফের বিয়ের পিঁড়িতে বসলেন ফুটবল কিংবদন্তী পেলে! কণে জাপানিজ ৫০ বছর বয়সী নারী মারকিয়া চিবেলে আওকি। এর আগেও দুইবার বিয়ে করেছেন ব্রাজিলের সাবেক এ ফুটবলার।

শনিবার সাও পাওলোর গুয়ারুজাতে ধর্মীয় রীতি মেনে চিবেলেকে বিয়ে করেন পেলে। দীর্ঘ ছয় বছর ধরে দুজন দুজনার প্রেমে মজেছিলেন।

পেলের প্রথম বউয়ের নাম রজিমেরি চলবি। তার সঙ্গে ১২ বছর ঘর করেছেন তিনি। সেই সংসারে রয়েছে তিন সন্তান এডিনহো, জেনিফার এবং কেলি।

পেলের দ্বিতীয় বউ আসিরিয়া নাসছিমেন্তোর সঙ্গে ১৪ বছর সংসার করেন পেলে। তার ঘরে জশুয়া এবং সেলেস্তা নামের দুই সন্তান রয়েছে।