• শনিবার , ৪ জানুয়ারী ২০২৫

৬৫১১ আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর সম্পন্ন


প্রকাশিত: ১:৩২ পিএম, ৩০ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩৬৯ বার

স্টাফ রিপোর্টার : ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর 22প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ স্থানান্তর প্রক্রিয়া রাত সোয়া ১০টার দিকে শেষ হয়।

কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান, সর্বশেষ ট্রিপে ১৮৪ জন আসামিকে স্থানান্তর করা হয়। এর ফলে সকাল থেকে শুরু হওয়া এ স্থানান্তর প্রক্রিয়ায় মোট ৬ হাজার ৫১১ আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কারা সূত্রে জানা যায়, র‌্যাব, পুলিশ, এপিবিএন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২৬০০ সদস্য বন্দী স্থানান্তর কাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও ৭০০ কারারক্ষী ও কারা গোয়েন্দা স্থানান্তর কাজে যুক্ত ছিলেন।

গত বছরের জুন, নভেম্বর এবং এ বছরের এপ্রিল ও জুন মাসে আসামিদের স্থানান্তরের কথা উঠলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে শুক্রবার বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলো।

কেরানীগঞ্জের নতুন এই কেন্দীয় কারাগারটি প্রায় ১৯৪ একর জায়গা নিয়ে নির্মিত। এর ধারণ ক্ষমতা প্রায় ৬ হাজার।

কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে সাড়ে চার হাজার বন্দী ধারণ ক্ষমতার নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার গত ১০ এপ্রিল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।