৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত সারাদেশে
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে অন্তত ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টা ৯ মিনিটে এটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা। রিকটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় এই ভূ-কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল থেকে এর দুরুত্ব ছিল ঢাকা থেকে ১৬৯ কিলোমিটার পূর্বে এবং ভারতের আগরতলা থেকে ৭৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। কয়েকবার অনুভূত হওয়ায় এসময় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। অনেকে আশ্রয় নেন ভবনের ছাদে।