• সোমবার , ২১ এপ্রিল ২০২৫

৪১তম বিসিএসে-ফল প্রকাশ ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ


প্রকাশিত: ২:২৯ পিএম, ১ আগস্ট ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৯০ বার

স্টাফ রিপোর্টার : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রোববার (১ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এর আগে ২৯ জুলাই এ ফল প্রকাশ হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে ওই তারিখে ফল প্রকাশ হয়নি। পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গত ১৬ জুলাই জানিয়েছিলেন লকডাউন শিথিলের এক সপ্তাহের মধ্যে ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। সেই ধারাবাহিকতায় আজ ফল প্রকাশ হলো।