৪০০০-গেইল ঝড় দেখল বিশ্ব
স্পোর্টস রিপোর্টার : আইপিএলে আজ বিশ্ব দেখল গেইল ঝড়! আজকের ঝড়ে গেইল ছুলেন মাইলফলক ৪০০০ রান। আজ সোমবার ২৫ মার্চ ২০১৯ চার হাজার রানের মালিক হলেন গেইল-‘ইউনিভার্স বস’।গেইল শুরুর দিকটা ইদানিং সাবধানী থাকেন একটু। কিন্তু সেট হয়ে গেলে এবং ব্যাটে বল লাগতে শুরু করলে ভয়ঙ্কর হয়ে ওঠেন।
জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে আজ অনুষ্ঠেয় রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে ক্রিকেট জগতের নজর থাকবে স্টিভ স্মিথের ওপর। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে কনুইয়ে চোট পেয়েছিলেন স্মিথ, সেই চোট পুরোপুরি এখনও সারেনি বলেই রাজস্থান শিবিরের খবর। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের শক্তি অনেকটাই বেড়েছে স্মিথের মতো তারকার প্রত্যাবর্তনে, সংশয় নেই কোনও। আইপিএল শুরুর বছরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান, তার পর থেকে টানা দশ বছর চলেছে ট্রফির খরা। যা কাটিয়ে উঠতে এবার মরিয়া রাজস্থান রয়্যালস।
উল্টোদিকে রবিচন্দ্রন অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাব, যাদের কাছে এত বছরেও অধরা রয়ে গিয়েছে আইপিএল খেতাব। ক্রিস গেইল-লোকেশ রাহুলের ওপেনিং জুটির উপর অনেকটা নির্ভর করে থাকবে পাঞ্জাব। আইপিএল-এর ইতিহাসে সফলতম ব্যাটসম্যান গেইলকে শেষ মুহূর্তে নিয়েছে পাঞ্জাব। বয়স বেড়েছে, রিফ্লেক্স কমেছে, তবু গেইল তো গেইলই। নিজের মেজাজে ব্যাট চালাতে শুরু করলে কী হতে পারে, জানে গোটা ক্রিকেটবিশ্ব।
ক্লক ওয়াইজ খেলার স্কোর দেখুন গেইল ঝড়-
9.25 pm: ক্রিজে পুরান, চালিয়ে খেলায় বিশেষ পারদর্শী বলে খ্যাত। যে মঞ্চ তৈরি করে দিয়ে গেছেন গেইল, তার ওপর পুরান তাঁর ‘ন্যাচারেল গেম’ খেললে এখনও বড় স্কোরের সম্ভাবনা প্রবল। ১৭ ওভারে ১৫০-৩, তিন ওভার বাকি, ১৮০ অসম্ভব নয় এখন। ১৭৫ হলেও লড়াই করার মতো স্কোর।
9.20 pm: আউট! গেইল আউট! ডিপ মিড উইকেটে ক্যাচ, নিজের ওপর অসম্ভব বিরক্ত হয়ে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন গেইল, ৪৭ বলে ৭৯ রানের ঝড় তুলে। এই ওভারেই ছয়, চার, চার, মেরে ২০ রান তুলেছিলেন তিনি।
9.15 pm: ১৫ ওভার হয়ে গেল, সরফরাজ ২৬, গেইল ৬৫, বোর্ডে ১৩o। স্টোকসের পরের ওভারের প্রথম বলে গেইলের ছক্কা! থার্ড বলে চার! ইউনিভার্স বস! আবার চার!
9.07 pm: ছক্কা! আবার গেইল! বোলার আর্চার, যার নিখুঁত বোলিং অ্যাভারেজে আঁচড় পড়ল এবার। ১৪ ওভারে ১১৫-২, গেইল ৪২ বলে ৬৫ করেছেন। শেষ ছয় ওভারে কত উঠবে?
9.02 pm: গৌতম নিজের স্পেলের শেষ ওভার করছেন। প্রথম দুটো বলে সরফরাজের পরপর চার। বড়ে মিয়াঁ তো বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ শুভানাল্লাহ! তেরো ওভারে ১০৫-২। মঞ্চ তৈরি ১৬০ প্লাসের।
8.57 pm: উনাদকাটের পরের ওভারের প্রথম দুটো বলে গেইলের পরপর দুটো চার। তৃতীয় বলেও চার। পাওয়ার আর টাইমিংয়ের যুগলবন্দি। চতুর্থ বলে সোজা ছক্কা! ৩৩ বলে গেইল ৫২! জয়পুরে ‘গেইল স্টর্ম’!
8.55 pm: গেইলের ব্যাটের দিকে তাকিয়ে পাঞ্জাব। এখন পর্যন্ত রাহানের বোলাররা অসম্ভব টাইট বোলিং করে চলেছেন। বলতে বলতে পুল করে স্টোকসের বলে বাউন্ডারি গেইলের। এগারো ওভারে ৭৫-২। হাতে আর মাত্র ৫৪ টা বল।
8.50 pm: গেইলের সঙ্গী হয়েছেন সরফরাজ খান। দশ ওভার হয়ে গেল, রান ৬৮। শেষ বলে আপার কাটে চার সরফরাজের। গেইল ব্যাটিং ২৭।
8.45 pm: ছক্কা! এবার গেইল! গৌতমকে ওড়ালেন লং অনের উপর দিয়ে। বল কতটা দূর গেল? মাত্র ৯৮ মিটার! পঞ্চম বল ময়াঙ্ক মাঠের বাইরে ফেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ধবল কুলকার্নির তালুবন্দি, আউট! নয় ওভার শেষ, ৬০-২। রানরেট প্রায় সাত।
8.35 pm: রাশ আলগা করলেন জয়দেব উনাদকাট। প্রথম বলে কাট করে থার্ড ম্যান দিয়ে চার গেইলের। চতুর্থ বলে কভারের উপর দিয়ে ছক্কা ময়াঙ্কের। দুরন্ত শট! চোখের আরাম। আট ওভারে ৫০-১
8.32 pm: বড় স্ট্রোক খেলার চেষ্টা চালাচ্ছেন গেইল-ময়াঙ্ক, কিন্তু হচ্ছে না। গৌতমের ওভারে এল পাঁচ রান। সাত ওভারে ৩৭, চার-ছয়ের দেখা নেই।
8.30 pm: গত পাঁচটি টি২০ ইনিংসে ক্রিস গেইলের রান – ১৩৫, ৫০, ১৬২, ৭৭, ১৫ এবং পাঁচ। এহেন গেইল ক্রিজে থাকা সত্ত্বেও আর্চার জায়গাই দিচ্ছেন না ‘স্কোয়ার অফ দ্য উইকেট’ স্ট্রোক খেলার, ফের দুরন্ত ওভার। খরচ মাত্র ১ রান, পাওয়ার প্লে শেষ। রান সবে ৩২।
8.25 pm: স্টোকস পঞ্চম ওভার করছেন, প্রথম বলেই ময়াঙ্কের বাউন্ডারি। গেইলও ‘মিডল’ করতে শুরু করেছেন ঠিকঠাক। ওভার নম্বর পাঁচ শেষ, বোর্ডে ৩১-১। আহামরি তো নয়ই, খুবই সাদামাটা স্কোরিং রেট বরং।
8.20 pm: চার নম্বর ওভারে বল আর্চারের হাতে। স্টাম্প-টু-স্টাম্প বোলিং নিখুঁত লাইন-লেংথে। শেষ বলে একটা সিঙ্গল, বাকি পাঁচটা ডট। দারুণ ওভার, চারের শেষে ২২ -১
8.15 pm: গেইল শুরুর দিকটা ইদানিং সাবধানী থাকেন একটু, একটু নড়বড়েও। সেট হতে সময় লাগে দশ-বারো বল। কিন্তু সেট হয়ে গেলে এবং ব্যাটে বল লাগতে শুরু করলে ভয়ঙ্কর হয়ে উঠবেন। লিখতে লিখতেই চার, গেইলের কভার ড্রাইভ ফাঁক খুঁজে নিল ফিল্ডারদের মধ্যে দিয়ে। পরের বলে সিঙ্গল, আইপিএলে ৪,০০০ রান পূর্ণ গেইলের। তিন ওভারে ২১।
চার হাজার রানের মালিক ‘ইউনিভার্স বস’
8.10 pm: দুই ওভার শেষ, পাঞ্জাব ১৪, যেমন ভাবা হয়েছিল, গৌতমকে পাওয়ার প্লে-তেই এনেছেন রাহানে।
8.07 pm: প্রথম ওভারের শেষে রাজস্থান ৬, রাহুল প্যাভিলিয়নে। গেইলকে লম্বা খেলতে হবে আজ। দ্বিতীয় ওভারের শুরুতেই গৌতমের বলে মায়াঙ্কের ছক্কা!
8.05 pm: আউট! রাহুল আউট! তৃতীয় বলে একটা চার মেরে পরের বলে দ্বিধাগ্রস্ত খোঁচা। ঝাঁপিয়ে অসামান্য ক্যাচ ধরলেন বাটলার। শুরুতেই ঝটকা দিল রাজস্থান। ক্রিজে ময়াঙ্ক আগরওয়াল। পরিসংখ্যান বলছে, এই নিয়ে গত ছবারে কুড়ি-বিশের ক্রিকেটে চারবার লোকেশকে আউট করেছেন কুলকার্নি।