৪গাড়ি-হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে পালিয়েছে আফগান প্রেসিডেন্ট
আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি পালানোর সময় চারটি গাড়ি এবং একটি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে পালিয়েছেন। এমনকি জায়গা না হওয়ায় কিছু অর্থ ফেলে যেতেও বাধ্য হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে, রবিবার (১৫ আগস্ট) তালেবানরা কাবুল ঘিরে ফেলার পর তাজিকিস্তানে পালিয়ে যান গণি।
প্রতিবেদনে আরো বলা হয়, রাশিয়া বলেছে, তারা কাবুলে কূটনৈতিক উপস্থিতি বজায় রাখবে এবং তালেবানদের সাথে সম্পর্ক গড়ে তোলার আশা করছে। তাদের দেশের শাসক হিসেবে স্বীকৃতি দেওয়ার তাড়াহুড়ো নেই এবং তাদের আচরণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে। গণির টাকা নিয়ে পালানোর প্রসঙ্গে রাশিয়ান দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকো বলেছেন, চারটি গাড়িতে অর্থ ছিল। তারা বাকি অর্থ হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টাও করে। কিন্তু পুরোটা জায়গা না হওয়ায় কিছুটা টারমার্কের ওপর পড়ে ছিল।