• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

২৯ জুলাই থেকে রেলে ঈদের টিকিট


প্রকাশিত: ৬:৫৮ পিএম, ১৫ জুলাই ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

স্টাফ রিপোর্টার : ২৯ জুলাই থেকে রেলে ঈদের অগ্রিম টিকিট মিলবে। এজন্য সব পরিকল্পনা নেয়া হয়েছে। বলা হয়েছে, আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই। রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান জাতিরকন্ঠকে এতথ্য জানান। তিনি বলেন, ওই দিন থেকে ২ আগস্ট পর্যন্ত রাজধানীর পাঁচটি স্টেশনে আগাম টিকিট বিক্রি হবে।

জানা গেছে, সোমবার রেলভবনে এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ঈদ-উল ফিতরের মতো কোরবানির ঈদেও কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া (পুরনো রেলভবন) স্টেশন থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আগামী দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমকে জানানো হবে বলে আশা করছি।