• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

২৪ ঘন্টায়’ও ধরা পডেনি হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতার ছেলে ইরাদ


প্রকাশিত: ৪:০০ পিএম, ৫ অক্টোবর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৮৯ বার

 

ঝালকাঠি প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ : ২৪ ঘন্টায়’ও ধরা পডেনি হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতার ছেলে ইরাদ। সামাজিক যোগাhasina-1-www-jatirkhantha-com-bdযোগ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ঝালকাঠি জেলা জজ আদালতে মামলা করা হয়েছে।

ঝালকাঠির আইনজীবি বনি আমিন বাকলাই বাদি হয়ে ঝালকাঠির জেলা ও দায়েরা জজ আদালতে এ মামলা করেন। বিচারক রমনি রঞ্জন চাকমা সদর থানার ওসিকে মামলা রেকর্ডের নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী।

২৫ সেপ্টেম্বর রাত ১০টার কিছু পরে ফেসবুকে ইংরেজিতে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে লিখেছিলেন, শেখ হাসিনাকে গুপ্তহত্যা সম্ভব নয় কারন শেখ হাসিনার চারিদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদর রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বিধান করছে। কারন শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থেরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে গুপ্তহত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’