• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

২২ বছর পর হাসি ফুটল বিরাট কোহলিদের-শ্রীলঙ্কায় সিরিজ জয়


প্রকাশিত: ৯:২৩ পিএম, ১ সেপ্টেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৭ বার

8978787-400x225স্পোর্টস রিপোর্টার :  দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার শেষ! ১৯৯৩ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় করল ভারত। শতরান করেও সিরিজ বাঁচাতে পারলেন না লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।মঙ্গলবার তার ব্যাট থেকে বেরোল বহুমূল্য শতরান। তবে শেষমেশ বিরাট কোহলি ও তার সতীর্থদের মুখেই চওড়া হাসি ফুটল।

প্রথম টেস্টে হেরে যাওয়ার পর শ্রীলঙ্কাকে ১১৭ রানে হারিয়ে ২-১ সিরিজ জিতল ভারত।চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলেন ইশান্ত শর্মা ও উমেশ যাদব। কিন্তু শেষ দিনে কুশাল পেরেরাকে সঙ্গী করে ১৩৫ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কার পাল্লা ভারী করেন অধিনায়ক ম্যাথুস।

এক সময় তো মনে হচ্ছিল, ম্যাচ বাঁচিয়ে দেবে এই জুটিই। তবে সে সময়ই আকস্মিক ছন্দপতন! অতিরিক্ত আত্মবিশ্বাসে রবিচন্দ্রন অশ্বিনকে রিভার্স সুইপ করতে গিয়ে পেরেরা নিজের উইকেট উপহার দেন। চা-বিরতিতে অবশ্য অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ম্যাথুজ।কিন্তু চায়ের পর তাকে তুলে নেন ইশান্ত। ২৪০ বলের ধৈর্যশীল ইনিংস শেষ হয় ১১০ রানে। আর সেই সঙ্গেই লঙ্কা-দুর্গ ধসে পড়ল! বাকি তিনটি উইকেট তুলতে আর মাত্র চার ওভার নেন অশ্বিন-অমিতরা।

টেস্ট দলের দায়িত্ব সামলানোর পর মাত্র তিন মাসের মধ্যেই বিদেশের মাটিতে সিরিজ জিতে বিরল কৃতিত্বের অধিকারী হলেন কোহলি।শ্রীলঙ্কার মাটিতে তাদের বিরুদ্ধে টেস্ট জয়ের রেকর্ড কিন্তু তার পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনি কেন, কপিল দেব, শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীরও নেই।

তা-ই নয়, চার বছর পর এই প্রথম বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতল ভারত। সর্বশেষ, ভারত জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১১-এর জুনে।এর মাঝে খেলেছে সাতটি সিরিজ। এর মধ্যে ছয়টিতেই হার। ড্র কেবল গত জুনে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের সিরিজ।প্রথম ইনিংসে শতরান করা চেতশ্বর পূজারা ম্যাচ সেরা নির্বাচিত হন। আর সিরিজ সেরা হয়েছেন অশ্বিন।