• বৃহস্পতিবার , ৯ জানুয়ারী ২০২৫

১০৬ আসামীর জামিন জালিয়াত ৫ জনের ১৪ বছর করে দণ্ড


প্রকাশিত: ৫:২৫ পিএম, ২২ মার্চ ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

1111

কোর্ট রিপোর্টার  :  জামিন জালিয়াতির মাধ্যমে ১০৬ আসামিকে মুক্ত করার দায়ে ৫ জনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে মামলাটির তদন্তে গাফলতি করায় দুদক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আকতারুজ্জামান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, আদালতের বেঞ্চ-সহকারী মুসলেহ উদ্দিন ভূইয়াসহ মামলার অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজসে স্বাক্ষর জাল করে ভুয়া জামিননামা দিয়ে কারাগার থেকে আসামিদের ছাড়িয়ে নেয়।
অভিযোগ প্রমানিত হওয়ায় ৫ জনকে দুই ধারায় ৭ বছর করে ১৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। মামলাটির তদন্তকারী দুদক কর্মকর্তার বিরুদ্ধেও গাফলতির অভিযোগ আনেন আদালত। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।