• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

হ্যারি-বিশ্বের টপ দামি ফুটবলার


প্রকাশিত: ১২:৩০ পিএম, ৬ জুন ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩২০ বার

স্পোর্টস রিপোর্টার  :  মেসি-রোনালদো কিংবা নেইমার নন-হ্যারি কেন-বিশ্বের টপ দামি ফুটবলার; ফুটবলারদের মধ্যে হ্যারি কেন Hariken-footballer-www.jatirkhantha.com.bd.1দামই এখন সবচেয়ে বেশী, এমনটাই বলছে জরিপ!ফুটবলারদের মধ্যে হ্যারি কেন দামই এখন সবচেয়ে বেশী, এমনটাই বলছে জরিপ! ফিফা প্রতিষ্ঠিত সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল গবেষণা প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’ নামক সংস্থা জরিপ করে বের করেছে, মেসি-রোনালদো কিংবা নেইমার নন, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন!

বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবল তারকা কে? আর্জেন্টিনা কিংবা বার্সেলোনার প্রতি আপনার দুর্বলতা থেকে থাকলে হয়তো বলবেন লিওনেল মেসির নাম, রিয়াল মাদ্রিদ কিংবা পর্তুগাল সমর্থক হয়ে থাকলে আপনার মতে ক্রিস্টিয়ানো রোনালদোই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ব্রাজিল সমর্থকেরা যেমন বলবেন নেইমারের কথা। কিন্তু সিআইইএস ফুটবল অবজারভেটরি নামক একটা সুইস ফুটবল জরিপ বিষয়ক সংস্থা তাদের এলগরিদমের মাধ্যমে প্রমাণ করেছে এদের কেউই নন, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় এখন টটেনহাম হটস্পারের কেন।
Hariken-footballer-www.jatirkhantha.com.bd.2
তাঁরা এলগরিদমের মাধ্যমে প্রমাণ করেছেন কেনের বর্তমান বাজারমূল্য ২০১.২ মিলিয়ন ইউরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে প্যারিস সেইন্ট জার্মেইয়ের আক্রমণভাগের দুই খেলোয়াড় – ব্রাজিলের তারকা নেইমার (১৯৫.৭ মিলিয়ন ইউরো) ও ফ্রান্সের উদীয়মান তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে (১৮৬.৫ মিলিয়ন ইউরো)। এমবাপ্পের পরেই আছেন মেসি, জরিপে যার দাম এসেছে ১৮৪.২ মিলিয়ন ইউরো।
Hariken-footballer-www.jatirkhantha.com.bd
তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান বেশ পেছনে। জরিপে তাঁর দাম ১০৩.৪ মিলিয়ন ইউরো আসার কারণে এই তালিকার ২৪ তম অবস্থানে রয়েছেন তিনি।এই তালিকার শীর্ষ দশ স্থানে আরও রয়েছেন – মোহাম্মাদ সালাহ (১৭১.৩ মিলিয়ন ইউরো), ডেলে আলী (১৭১ মিলিয়ন ইউরো), কেভিন ডে ব্রুইনিয়া (১৬৭.২ মিলিয়ন ইউরো), আতোয়াঁ গ্রিজমান (১৬৪.৫ মিলিয়ন ইউরো), পাওলো দিবালা (১৬৪.২ মিলিয়ন ইউরো) ও রোমেলু লুকাকু (১৬৩.৪ মিলিয়ন ইউরো)।