• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

হেলিকপ্টারে ইজতেমায় হেফাজতের আমীর


প্রকাশিত: ১০:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

বিশেষ প্রতিনিধি : হেলিকপ্টারে উড়ে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে পৌছালেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ইছাখালী থেকে বেসরকারি হেলিকপ্টারে তিনি টঙ্গীর উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন।

এ সময় আল্লামা শফী সফরসঙ্গী ছিলেন তার ছেলে হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী। তিনি জানান, হেফাজত আমির বিশ্ব ইজতেমা ময়দানে জুমা পড়েন। শনিবার আখেরি মুনাজাত পর্যন্ত ইজতেমা ময়দানে থাকবেন তিনি।আনাস মাদানী আরও জানান, ‘দুই বছরই আল্লামা আহমদ শফি চট্টগ্রাম আঞ্চলিক ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন। দাওয়াতের কাজে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং আলমি শুরার প্রতি সম্মান জানিয়ে অসুস্থ শরীর নিয়েও বিশ্ব ইজতেমায় শরীক হচ্ছেন তিনি।’