• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

হিজড়াদের গল্প নিয়ে ‘মায়াবিনী’


প্রকাশিত: ১২:১০ পিএম, ৩১ জানুয়ারী ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

বিনোদন রিপোর্টার :  হিজড়াদের গল্প নিয়ে নবাগত পরিচালক আকাশ আচার্য্য নির্মাণ করেছেন তার 1211প্রথম চলচ্চিত্র ‘মায়াবিনী’। সিনেমাটি আগামী ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমাটিতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা আইরিন সুলতানা।

চলচ্চিত্র নির্মাতা আকাশ আচার্য্য বলেন, ‘মায়াবিনী’ সিনেমাটি ইতোমধ্যে ৪১টি হলে বুকিং করা হয়েছে। আরও নয়টি হলের সঙ্গে কথা হয়েছে এবং পোস্টার পাঠিয়ে দেয়া হয়েছে।ভৌতিক গল্পের সিনেমা বাংলাদেশে কম নির্মিত হওয়ায় সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন আকাশ আচার্য্য।

এর আগে গত ৩ জানুয়ারি রাজধানীর পিয়াংকা শুটিং স্পটে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। সিনেমাটিতে সাইমন-আইরিন ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান। এছাড়া আরও অভিনয় করেছেন- কাজী হায়াৎ, কমলসহ অনেকে।