• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

হাসিনা’র মনোনয়নে নেতা হলেন ইঞ্জি.সবুর ও ব্যারিস্টার বিপ্লব


প্রকাশিত: ৭:৪৫ পিএম, ৬ নভেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭০ বার

 

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আরো নতুন মুখ যোগ হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা qqqএই মনোনয়ন দিয়েছেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মোহম্মদ আবদুস সবুর ও উপদফতর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এছাড়া সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

রবিবার আওয়ামী লীগ দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ নভেম্বর টুঙ্গীপাড়া সফর করবেন। আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে টুঙ্গীপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা।

মিলাদ-মাহফিলে অংশগ্রহণের পর দুপুর দুইটায় আওয়ামী লীগের কার্যনির্বাহীর প্রথম যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।