• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

হাই রেটে বিশ্বসেরা দীপিকার বাজার গরম


প্রকাশিত: ৭:০০ পিএম, ২৪ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৬৬ বার

সংবাদ সংস্থা  :  হাই রেটেDeepika Padukone Hot & Sexy Wallpapers - TamilGuard.com4র কারণে-দীপিকার বাজার গরম।ভারতীয় নায়িকাদের মধ্যে ‘হাইয়েস্ট পেড’ অভিনেত্রীর deepika-padukone-www.jatirkhantha.com.bdজায়গাটা দখল করেছিলেন আগেই। এ বার বিশ্বের সর্বাধিক রোজগেরে নায়িকাদের তালিকাতেও নাম তুললেন দীপিকা পাড়ুকোন।

কিছু দিন 2ধরেই এর আঁচ পাওয়া যাচ্ছিল। বিনোদন মহলে এই নিয়ে নানা জল্পনা ছিল। ‘পিকু’ থেকে ‘বাজিরাও মস্তানি’— বলিউডে একের পর এক সুপার হিট ছবিতে অভিনয় করে অসাধারণ অ্যাক্টিং স্কিলের জন্য প্রশংসিত হয়েছেন দীপিকা। হাতে রয়েছে ‘পদ্মাবতী’র মতো বহুচর্চিত ছবিও।

শুধু বলিউডেই নয়, দীপিকা ম্যাজিক দেখিয়েছেন বিদেশের মাটিতেও। ভিন ডিজেলের সঙ্গে তাঁর ‘ট্রিপল এক্স’ হলিউড মাতানোর অপেক্ষায়। সম্প্রতি প্রকাশিত ‘ফোর্বস’ ম্যাগাজিনে বিশ্বজুড়ে সর্বোচ্চ রোজগেরে নায়িকার তালিকায় উঠে এসেছে তাঁর নাম।

এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয় অভিনেত্রী। কত নম্বরে রয়েছেন দীপিকা? এক নম্বরেই বা কে? দেখে নিন গ্যালারি থেকে।