হলমার্ক কেলেঙ্কারি: যাবজ্জীবন রায় শুনে জামাল চেয়ারম্যানের পলায়ন
”এই দণ্ডিত আসামি সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার।”
কোর্ট রিপোর্টার : হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় যাবজ্জীবন সাজার রায় শুনে আসামী জামাল চেয়ারম্যান পালিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার এই রায় শুনে আদালত থেকে পালিয়ে গেছেন তিনি। এই দণ্ডিত আসামি
সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার।
তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড এবং সাত লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।জামিনে থাকা আসামি জামাল রায় শুনতে এদিন আদালতে হাজির হন। আইনজীবীর মাধ্যমে ওকালতনামায় স্বাক্ষর করে হাজিরা দেন। পরে সাজার রায় শোনার পরে তিনি আদালত থেকে বেরিয়ে যান।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজীব ঘোষ দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, রায় ঘোষণা শেষে আসামিকে খুঁজতে গিয়ে দেখি তিনি নেই। পরে আদালত জামালের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।সাবেক ওই ইউপি চেয়ারম্যানের আইনজীবী হারুন অর রশিদ দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, রায় ঘোষণার সময় তিনি (জামাল) আদালতে ছিলেন। এর আগে ওকালতনামায় স্বাক্ষর করে হাজিরাও দেন।