• শনিবার , ১৯ এপ্রিল ২০২৫

স্বৈরাচার ঠেকাতে নামল ডেসটিনির ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’


প্রকাশিত: ৪:২৫ পিএম, ১৭ এপ্রিল ২৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

বিশেষ প্রতিনিধি : স্বৈরাচার ঠেকাতে নামল ডেসটিনি’র ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। এই নামেইরডেসটিনির নয়া দলের যাত্রা শুরু হলো। জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে বহুল আলোচিত এমএলএম কোম্পা‌নি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে নতুন রাজ‌নৈ‌তিক দল আত্মপ্রকাশ ক‌রল আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার। দ‌লের নাম দেয়া হয়েছে‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। এর আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব ফাতিমা তাসনিম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আ-আম জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দলের ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন।

বাংলাদেশ আ-আম জনতা পার্টির লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করছে। তাই, দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি।

তিনি বলেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস-আদালতে ডিজিটালাইজেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে রাজনীতি নিরুৎসাহিত করাসহ বেশকিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করা হ‌বে।

সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচারী সরকার গঠন হবে। আমরা আওয়ামী স্বৈরাচার দলকে দেশ থেকে বিতাড়িত করেছি। সামনেও আমরা কাউকে স্বৈরাচার হতে দেব না।

তি‌নি ব‌লেন, বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি।অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।