• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

স্বাধীনতা দিবসে কায়রো যেন ১খন্ড বাংলাদেশ


প্রকাশিত: ৪:৪৪ পিএম, ২৭ মার্চ ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২১ বার

কায়রো, মিশর থেকে উজ্জল হোসেন খান : বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মিশরস্থ বাংলাদেশের দূতাবাস প্রবাসী বাংলাদেশী, বিদেশী কূটনৈতিক ও মিশরীয় নাগরিকদের জন্য ২৬ শে মার্চ সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। এতে রাজধানী কায়রো যেন হয়ে ওঠে এক খন্ড বাংলাদেশ। কায়রোর বিখ্যাত সফিটেল হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে মিশরের অসংখ্য গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন ।

স্বাগত বক্তব্যে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ আলী সরকার মিশরের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক ও দুই দেশের সাম্প্রতিক প্রবৃদ্ধি যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে এক চিত্র প্রদর্শনীতে মিশর ও বাংলাদেশের অতীত সম্পর্কের সোনলী সময়য়ের
কিছু ঐতিহাসিক চিত্র স্থিরচিত্র প্রদর্শন করা হয় ।

বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিশরের সাথে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। অনুষ্ঠানে মিশরের
রাজনৈতিক ব্যাক্তিত্ব, সরকারী কর্মকর্তা, সামরিক কর্মকর্তা সহবিভিন্ন শ্রেনী পেশার বিভিন্ন দেশের নাগরিকগন অংশগ্রহন করেন। সবাই বাংলাদেশ নিয়ে উচ্ছাস প্রকাশ করেন। অনুষ্ঠানে মিশরে প্রবাসী বাংলাদেশীরা দূতাবাসের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকান্ডে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া মিশরের বাংলাদেশী ব্যবসায়ী ও মিশর আওয়ামী লীগের সভাপতি এজিএম সাইদুল হক সুমন, মিশর ছাত্রলীগের সভাপতি ডাঃ মোহাম্মদ শাফায়েত উল্লাহ্ , সাধারন সম্পাদক ইঞ্জি. উজ্জল হোসেন খান, মিশরে বাংলাদেশের অরাজনৈতিক ছাত্র সংগঠন (ইত্তেহাদ) এর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ আলআযহারী, ডাঃ মোহাম্মদ আরিফুল হক, সহ কমিউনিটির অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশর দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) এ.টি.এম. আব্দুর রউফ এবং রাষ্ট্রদূত এর সাথে অতিথিদের অভ্যার্থনা জানান দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মিজ জুবাইদা মান্নান।