• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

স্বাধীনতার আলোকে শোষণ মুক্ত সমাজ চাই:ইসলামী সমাজ


প্রকাশিত: ৮:০৮ পিএম, ২৭ মার্চ ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৬৪ বার

গাজীপুর প্রতিনিধি : ঐতিহাসিক স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী সমাজের আলোচনা সভায় আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, দেশ স্বাধীনের ৪৮ বছরেও দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, মানবতা বিরোধী অপরাধ ও শোষণ মুক্ত সমাজ গঠন হয়নি। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলার সুযোগ রেখে মানুষের জীবন প্রতিষ্ঠিত হলেই দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গীবাদ, মানবতা বিরোধী অপরাধ ও শোষণ মুক্ত সমাজ গঠিত হবে।

ইসলামী সমাজের হযরতুল আল্লাম মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে গাজীপুর মহানগর, চান্দনা চৌরাস্তা সংলগ্ন ঈদগাহ মসজিদ মার্কেটে ঐতিহাসিক স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ”দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গীবাদসহ মানবতা বিরোধী সকল অপতৎপরতা ও শোষন মুক্ত সমাজ গঠনের উপায়” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কখা বলেন।

ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, স্বৈরাচারী পাকিস্তান সরকারের শোষন, জুলুম-অত্যাচার ও উৎপীড়ন থেকে মুক্ত হয়ে দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, মানবতা বিরোধী সকল অপতৎপরতা ও শোষণ মুক্ত সমাজ গঠনের মাধ্যমে মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানবাধীকার নিশ্চিত করার লক্ষ্যেই স্বাধীনতার ঘোষণা দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়।

দীর্ঘ ৯ মাস পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে বহু মানুষের রক্ত ও মা, বোনদের ইজ্জতের বিনীময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সরকার ও পাক বাহিনীকে পরাজিত করে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করি। কিন্তু স্বাধীনতা অর্জনের পর থেকে কেউ কেউ স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়ণে যথাযথ দায়িত্ব পালন করেনি, বরং জনগণের তহবীল- রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে তাদের স্বার্থ হাছিল করেছেন।

ইসলামী সমাজের নেতা সোলায়মান কবীর এবং মুহাম্মাদ হাসিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী, নুরুদ্দিন আহম্মেদ, মুফতী মিজানুর রহমান, আলী আজম আর্জু , রাশেদ মনোয়ারসহ আরো অনেকেই। পরিশেষে দেশবাসীর সার্বিক কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।