স্বপ্ন, গোল্ড মার্ক বেঙ্গল গ্রুপ ও গোল্ডেন হারভেস্টকে জরিমানা
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় অনুমতি ছাড়া সরকারি জায়গায় অবৈধভাবে বিলবোর্ড লেখার অভিযোগে চেইন সুপার শপ স্বপ্নসহ চার প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে এ জরিমানা করে।
এপিবিএন ৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এপিবিএন ৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানগুলো হলো স্বপ্ন হেড অফিস, গোল্ড মার্ক বিস্কুট কোম্পানি, বেঙ্গল গ্রুপ ও গোল্ডেন হারভেস্ট।
মো. সাইদুর রহমান রুবেল বলেন, বনানীর ৪ নম্বর রোডের ৩০ নম্বর বাসায় অনুমতি ছাড়া অবৈধভাবে বিলবোর্ড লেখায় গোল্ড মার্ক বিস্কুট কোম্পানির ব্যবস্থাপক মো. মনির, গুলশান ১-এর ৭৫ গুলশান এভিনিউয়ে বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপক জহুরুল, ২৭০ তেজগাঁও নভো টাওয়ারে, স্বপ্ন হেড অফিসের ব্যবস্থাপক মো. আবদুল করিম ও গোল্ডেন হারভেস্টের ব্যবস্থাপক মো. এ কে এম কাওছারসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন ৫-এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান সাইদুর রহমান রুবেল।