• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

‘সোনার বাংলাদেশ গড়তে কাজ করতে হবে প্রত্যেককে’


প্রকাশিত: ৯:২২ পিএম, ১৪ জানুয়ারী ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪১৯ বার

বিশেষ প্রতিনিধি : কেবল সরকারই নয়, আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার জন্য প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, কোনো লোক দরিদ্র, গৃহহীন বা বা তাদের নিজের অঞ্চলে সমস্যায় রয়েছে তা খুঁজে বের করুন।জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার কোনো মাধ্যম ছাড়া মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, কেবল সরকারই নয়, আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার জন্য প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, কোনো লোক দরিদ্র, গৃহহীন বা বা তাদের নিজের অঞ্চলে সমস্যায় রয়েছে তা খুঁজে বের করুন।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এখন থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে (নগদ ও বিকাশ) পৌঁছে যাবে।শেখ হাসিনা বলেন, অসহায় মানুষের নাম জানতে পারলে সরকার অবশ্যই তাদের জন্য ঘর, আবাসন ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করবে।একসাথে কাজ করলে আমরা অবশ্যই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব,’ বলেন তিনি।তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।