• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

সোনারগাঁওয়ের বদনাম-ভগ্নিপতিকে বেঁধে তরুণীকে রাতভর গণধর্ষণ


প্রকাশিত: ৪:২৮ এএম, ২৪ অক্টোবর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৩৩ বার

 

নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুন্দিরপুর গ্রামে ভগ্নিপতিকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার Kasaba actress Neha Saxena Stills-Photosশ্যালিকাকে নরপশুরা রাতভর ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে ওই তরুণী সোনারগাঁ থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত মাদকসেবী সেলিম ও আজিজুলকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভগ্নিপতির সঙ্গে ঢাকার ডেমরার লালানগর থেকে ওই তরুণী বৃহস্পতিবার সোনারগাঁয়ে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামের নূর মিয়ার বাড়ির ভাড়াটিয়া স্বপন তাদের আত্মীয়। মধ্যরাতে মাদকসেবী ও বখাটে যুবক সেলিমের নেতৃত্বে ডালিম, আজিজুল, আলমসহ ৭-৮ জনের একটি দল ওই বাড়িতে হানা দেয়। তরুণীকে ঘর থেকে জোরপূর্বক তুলে মুন্দিরপুর কাঠবাগানে নিয়ে যায়।

তরুণীর ভগ্নিপতি বিষয়টি টের পেয়ে বখাটেদের পিছু নিলে তারা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। নরপশুরা ভগ্নিপতির সামনে ওই তরুণীকে রাতভর ধর্ষণ করে। এলাকায় জানাজানি হলে ধর্ষকরা শুক্রবার স্থানীয় মাতব্বর আনোয়ার ও মঞ্জুরকে ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

আনোয়ার ও মঞ্জুর রোববার বিকাল ৩টায় বিচার-সালিশের আয়োজন করে। তরুণী বিচার-সালিশে অংশ না নিয়ে সোনারগাঁ থানায় এসে অভিযোগ করে। রোববার বিকালে সোনারগাঁ থানার এসআই সাধন ও এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একাধিক টিম মুন্দিরপুরে অভিযান চালিয়ে সেলিম ও আজিজুলকে আটক করে।

ধর্ষিতা তরুণী ডেমরার লালানগর এলাকায় ভাড়া বাসায় থাকে এবং আদমজী ইপিজেটের একটি সেকশনে কাজ করে। গ্রেফতার সেলিম মুন্দিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ও আজিজুল একই গ্রামের আলী রহমানের ছেলে। সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।