• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সৈয়দপুরে ৩আদম ব্যবসায়ীর প্রতারণা


প্রকাশিত: ১১:০৮ পিএম, ২৯ মে ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৬৬ বার

সৈয়দপুর থেকে বাবলু :   বিদেশে চাকুরীর প্রলোভন দেখিয়ে ১০ ব্যক্তিকে পাঁচার করার সময় তিন আদম ব্যাপারীকে আটক করেছে সৈয়দপুর থানা sssssপুলিশ। মঙ্গলবার (২৯ মে) রাতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের আটক করে।আটক ব্যক্তিরা হলেন, রংপুর পীরগঞ্জের আলহাজ্ব একরামুল হকের পুত্র শরিফুল এলাহী শরীফ (৪০) ও রংপুর সদরের বড় মীরগঞ্জ পশ্চিম বড় বিলের আলহাজ্ব রফিকুল ইসলাম। এছাড়াও মেহের ট্যুর এন্ড ট্রাভেন্সের মালিক সৈয়দপুরের বাংঙ্গালীপুর নিজপাড়ার আমজাদ হোসেনের ছেলে রানা।

প্রতারণার শিকার (উদ্ধারকৃত) ব্যক্তিরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাছির উদ্দির সরকার (৩৫), রংপুরের সমুন বাবু (২৫), রংপুরের বদরগঞ্জের মোরশেদুল (২২), গঙ্গাচড়ার শাহিনুর (৪০), মিথুন চন্দ্র রায় (৩৫), একই উপজেলার আশরাফ আলী (৪২), রফিকুল ইসলাম (৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুরের শাহজাহান (২৪), কাউনিয়ার হাফিজুর রহমান (৩২) ও মিয়া উদ্দিন (২৫)।সৈয়দপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, তিন আদম ব্যাপারী শরিফুল ও রফিকুল রংপুর ও আশে-পাশের উপজেলা ১০ ব্যক্তিকে সৌদি আরবে পাঠানোর কথা বলে মঙ্গলবার সকাল ১০ টায় রংপুর এজেন্সি অফিসে আসতে বলে। সময় মত তারা উপস্থিত হয়।

তাদের প্রতিশ্রুতি মোতাবেক প্রত্যেকের কাছ থেকে ৭ লক্ষ টাকা আদায় করে এবং জানায় বিকাল ৫ টায় সৈয়দপুর এয়ারপোর্ট থেকে নভোএয়ার যোগে ঢাকায় পাঠানো হবে। এবং সে রাতেই রাত ১০.৪০ মিনিটে সৌদি এয়ারলাইন্স যোগে সৌদি আরবে পাঠানো হবে। এজন্য আরও অতিরিক্ত ১৫ হাজার করে টাকা আদায় করে।বিকেলে তাদেরকে সৈয়দপুর বিমানবন্দরে নিয়ে আসার আগেই নভোএয়ারের সেই বিমানটি চলে যায়। এ নিয়ে দুই পক্ষের বাক বিতন্ডার এক পর্যায়ে বিমানবন্দর ম্যানেজার শাহিন হোসেন পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জাতিরকন্ঠকে জানান, বিমানবন্দর থেকে ১৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজন অপরাধী। তারা ওই ১০ যুবকের সাথে প্রতারণা করেছেন।