• শুক্রবার , ১৪ মার্চ ২০২৫

সেই মুসা ধরা পড়েছে-এবার বের হবে কাহিনী?


প্রকাশিত: ১:২৭ পিএম, ১৬ আগস্ট ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২২৭ বার

সাইফুল বারী মাসুম  :  চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রধান আসামি মুসা কলকাতায় sp-babul wife-www.jatirkhantha.com.bdসেই মুসা ধরা পড়েছে-এবার বের হবে কাহিনী?তবে আটককৃত ব্যক্তি প্রকৃত সেই মুসা কিনা তা যাচাই বাছাই করতে আজ মঙ্গলবার সকালে পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম কলকাতায় গেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম শাখার একটি সূত্র জানায়, আটককৃত ব্যক্তি জঙ্গি কিনা, তা খতিয়ে দেখতেই তদন্তকারী দল কলকাতায় যাচ্ছে।

ডিএমপির একজন সহকারী কমিশনারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল কলকাতায় গেছে। তবে মুসা নামে যে ব্যক্তি আটক হয়েছে তার বাড়ি চট্টগ্রামে। এই হিসেবে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তিই এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার প্রধান আসামি মুসা হতে পারে। উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে সন্ত্রাসীরা গুলি ও ছুরিকাঘাত করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে।