সুন্দরবনের ছোট রাজু বাহিনীর আত্মসমর্পণ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করছে সুন্দরবনের ছোট রাজু বাহিনী। রাজু বাহিনীর ১৫ সদস্য ২১টি আগ্নেয়াস্ত্র ও ১২শ’ ৩৭ রাউন্ড গুলি জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে।সুন্দরবনের নন্দপাড়া খালে গত এক বছরের বেশি সময় ধরে দস্যুতা করে আসছে ছোট রাজু বাহিনী। এখানকার জেলেদের কাছে আতঙ্কের নাম ছিল ছোট রাজু বাহিনী। এই বাহিনীর প্রধান ছোট রাজু বলেন,‘সরকার যে সুযোগ দিয়েছে বেঁচে থাকার জন্য তাই আত্মসমর্পণ করছি’।
ছোট রাজু বাহিনী ১৫ জন সক্রিয় সদস্য নিয়ে আত্মসমার্পণ করেছে জানান র্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবীর।তিনি আরও বলেন, ‘২১ টি আগ্নে অস্ত্র এবং বারোশর অধিক বিভিন্ন ধরনের বিশেষ করে পয়েন্ট বারো বোর রাইফেলের কার্তুজ, পয়েন্ট টু টু বোর রাইফেলের গুলি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি’।
একসময় এখানকার সাধারন মানুষ আতঙ্ক নিয়ে সুন্দরবন সংলগ্ন খাল, নদী এমনকি বঙ্গপোসাগরে মাছ ধরতে যেতো ছোট রাজু বাহিনীর কারনে। কিন্তু আজ থেকে সকল আতঙ্কের অবসান হল।