• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

সুনামি সতর্কতার কবলে সাকিব মাশরাফি টাইগাররা!


প্রকাশিত: ৩:১৫ এএম, ১৮ ডিসেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

স্পোর্টস রিপোর্টার  :  অস্ট্রেলিয়ার সিডনিতে দশদিনের প্রস্তুতি শেষে রোববার সকালে 12নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মাশরাফি-সাকিবরা। তার আগে একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ।ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে রিখটার স্কেলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।13

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, শনিবার পাপুয়া নিউগিনির রাবাউল শহর থেকে ১৫৭ কিলোমিটার পূর্বাঞ্চলে ওই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনির উপকূলীয় বেশ কিছু শহরসহ নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, পনপেই, চুক, নাউরু, কোসরা ও ভানুয়াতুতে পরবর্তী তিন ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

অবশ্য বাংলাদেশ দল এখনো অস্ট্রেলিয়ায় নিরাপদেই রয়েছে। ২৩ সদস্যের দলটির রওনা হওয়ার কথা আগামীকাল সকালে।আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।