• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

সিরিয়াল রেপিস্ট নিয়ে আতংক!


প্রকাশিত: ৮:৪৫ এএম, ৭ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

ডেস্ক রিপোর্টার  :  কানাডায় সিরিয়াল রেপিস্ট (একের পর এক ধর্ষণ চালিয়ে যাওয়া ব্যক্তি) হিসেবে rr২৪ বছর সাজাভোগের পর এক মালয়েশীয়কে দেশে ফেরত পাঠানো হচ্ছে। শিগগিরই সেলভা কুমার সুবিয়াহ নামের ওই ব্যক্তির দেশে ফেরার কথা রয়েছে। কিন্তু তাকে ফেরত পাঠানোকে কেন্দ্র করে মালয়েশিয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। তাকে এখনও চরম ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে। সম্প্রতি এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার।

34সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৩০ জন নারীর ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন সুবিয়াহ। আর এ অপরাধে ২৪ বছর সাজাভোগ করেছেন তিনি। তিনদিনের মধ্যে সিরিয়াল রেপিস্ট সেলভা কুমার সুবিয়াহকে মালয়েশিয়ায় ফেরত পাঠানো হবে। এ নিয়ে মালয়েশীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

কানাডায় যেসকল পুলিশ সদস্য তাকে চেনেন তারা বলছেন, সেলভা যে আবারও একই কাজ করবেন না সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। আবার মালয়েশিয়ার আইনজীবীরা বলছেন, মালয়েশীয়দেরকে এ সিরিয়ার অপরাধীর হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য কোনও উপায় বহাল নেই। মালয়েশীয় ভূখণ্ডে ওই ব্যক্তি যদি অপরাধ করেন তখনই কেবল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।